নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ১৯শে ডিসেম্বর :: শিলিগুড়ি :: প্রাইভেট পড়ে বাড়ি ফেরা ছোট্ট একটি মেয়ের সামনে দিয়ে আচমকা হাত ঘুরিয়ে চমকে দেয় দুজন যুবক। চোখের সামনে এই ঘটনা দেখে প্রতিবাদ করেছে সকলেই।
ঘটনা শিলিগুড়ি ভক্তিনগর থানার আশিঘড় আউটপোস্ট এলাকার উত্তর রবীন্দ্র নগরের।সেই কারণেই পুলিশের হাতে অভিযুক্ত দুই যুবককে তুলে দিয়েছে স্থানীয় লোকজন। সকাল-সকাল এই ইভটিজিংএর ঘটনায় চাঞ্চল্য ছড়ায় রবীন্দ্রনগর এলাকায়।
অভিযুক্ত দুই যুবক যে স্কুটিতে ছিল তার সামনে ছিল না নম্বর প্লেটও। গাড়িটি অন্য এক ব্যক্তির নামে থাকায় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। দুই যুবকের মধ্যে কারো নামে এই গাড়িটি নয়।সেই কারণেই পুলিশের হাতে দুই যুবক এবং স্কুটি টি কে তুলে দেয় স্থানীয় লোকজন।