অবতক খবর,২৭ মার্চ: সকাল থেকে প্রচারে দুই বাম প্রার্থী।
শ্রীরামপুরের বাম প্রার্থী দীপ্সিতা ধর শ্রীরামপুর পুরসভার এলাকার দশ এগারো বারো নম্বর ওয়ার্ডে পায়ে হেঁটে মানুষের কাছে পৌঁছে যান।শ্রীরামপুর টিন বাজার এলাকা থেকে শুরু করে বটতলা হয়ে শ্রীরামপুর স্টেশন পর্যন্ত চলে প্রচার। শ্রীরামপুরের স্থানীয় সিপিআইএম নেতৃত্ব তীর্থঙ্কর রায় সুমঙ্গল সিং রা ছিলেন প্রার্থীর সঙ্গে।অনেককেই দেখা যায় বাড়ি থেকে বেরিয়েনএসে দীপ্সিতরা সঙ্গে করমর্দন করছেন।কেউ কেউ তার সঙ্গে সেলফিও তোলেন।হাসি মুখে জোর হাত করে জনসংযোগ করে চলেন তরুন বাম প্রার্থী।
অন্যদিকে হুগলির বাম প্রার্থী মনোদীপ ঘোষ আজ চন্দননগরে প্রচার পর্ব সারেন।চন্দননগর বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় ভোটারদের সঙ্গে জনসংযোগ করেন।পথ চলতি মানুষের সঙ্গে পরিচিত হন প্রথমবার নির্বাচনে দাঁড়ানো মনোদীপ।
শ্রীরামপুর ও হুগলির দুই বাম প্রার্থীর সমর্থনে মিছিল করে বাম কর্মী সমর্থকরা।