অবতক খবর,৬ নভেম্বর: সংসদীয় কমিটির বৈঠকে যোগ দিতে সোমবার সকালে দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ
জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে বাকিবুর সহ ব্যবসায়ীদের সল্টলেকে গোপন আস্তানায় বৈঠক প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, সাধারণ মানুষেরা এরকম জানেন নেতারা কোথায় যেত আসত কোথা থেকে টাকা আসত, এ নিয়ে আলোচনা হত, সেগুলো এখন তথ্য সহ ইডি জোগাড় করে কোর্টে দিচ্ছে। সেই জন্য বারবার কোর্টে পেশ হবে কিন্তু জামিন হবে না। এত বড় দুর্নীতি হয়েছে অনেক তথ্য এসে গিয়েছে,সাজা হবে।
লোকসভা ভোটের প্রস্তুতি কবে থেকে শুরু করবে বিজেপি সেই প্রসঙ্গে তিনি বলেন, লোকসভা ভোটের প্রস্তুতি আমরা এক বছর আগে থেকে নিয়ে নিয়েছি। সাংগঠনিকভাবে নেতাদের যেখানে ভ্রমণ হচ্ছে সেগুলো লোকসভা ভোটের প্রস্তুতি। উন্নয়নের কাজে চলছে নির্বাচনের কাজে চলছে।
ডায়মন্ড হারবার যে কাউকে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাবে শুভেন্দু অধিকারীর এই মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, আমরা তো হারানোর জন্য চেষ্টা করব ওখানকার মানুষও চাইছে মুক্তি। যেভাবে অত্যাচার লুটপাট হচ্ছে মানুষ খুবই কষ্টে আছেন, কিন্তু গায়ে জোরে পুলিশ দিয়ে সবাইকে আটকে রাখা হয়েছে ভয় দেখিয়ে মুখ বন্ধ করে রাখা হয়েছে।
লোকসভা ভোটে বিজেপি কত আসন পাবে এবং পশ্চিমবঙ্গে প্রধান ইস্যু কি সেই প্রসঙ্গে তিনি বলেন, সারাদেশ ৩৫০এর বেশি আর এখানে ৩৫ আসনের টার্গেট অমিত শাহজি দিয়েছেন তার কাছাকাছি পৌঁছাবে এবার বিজেপি। সবই ইস্যু এখানে দুর্নীতি থেকে শুরু করে প্রশাসনিক এখানে যে চলছে ডামাডোল সাধারণ মানুষ হাহাকার করছে, বিকাশ হচ্ছে না, চাকরি-বাকরি নেই, রাস্তায় বসে আন্দোলন করছে লোকেরা প্রচুর ইস্যু আছে সাধারণ মানুষ সব জানে।