অবতক খবর,১৭ ফেব্রুয়ারি: সংসদরত্ন পুরস্কার পাচ্ছেন লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। এবার ১৩ জনকে এই সংসদ রত্ন পুরস্কৃত করা হচ্ছে। ১৩ জনের মধ্যে বাংলার দুজন মুর্শিদাবাদ জেলার বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী এবং বিজেপি রাজ্য সভাপতি তথা সংসদ সুকান্ত মজুমদার সহ ১৩ জন সংসদ কে এই সংসদ রত্ন পুরস্কার ২০২৪ এ মনোনীত করা হয়। একজন আছে লোকসভার সংসদ বাকি পাঁচজন রাজ্যসভার সংসদ এদের মধ্যে তিনজন অবসরপ্রাপ্ত সংসদ সদস্য আছে।

জানা যায় সাতরতম লোকসভার শুরু থেকেই ২০২২ সালের শীতকালীন অধিবেশনের শেষ পর্যন্ত সংসদে করা প্রশ্ন ব্যক্তিগত সদস্যর বিল। এবং সাংসদদের শুরু হওয়া বিতর্কের ভিত্তিতে সাংসদদের এই পুরস্কৃত করা হয় লোকসভা এবং রাজ্যসভা সচিবালয় থেকে সাংসদদের কর্মক্ষমতা সম্পর্কে তথ্য সংঘের ভিত্তিতে এই সংসদ রত্ন মনোনীত করা হয়। এই পুরস্কার প্রথম সংস্করণ চালুক করেছিলেন ২০১০ সালে এই পর্যন্ত ৯০ জন সংসদ কে এই পুরস্কারে ভূষিত করা হয়। এ বিষয়ে আজ সাংবাদিক বৈঠক করে কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস তিনি বলেন আজ আমাদের বাংলার গর্ব বহরমপুরের সাংসদ, বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী ২০২৪ এর লোকসভার সেরা স্বীকৃতি “সংসদ রত্ন” ভূষিত হন।