অবতক খবর,৪ মেঃ দোড়গোড়ায় পঞ্চায়েত নির্বাচন। নির্বাচনে উল্লেখ য্যোগ্য ভূমিকা পালন করে থাকেন মহিলা ভোটাররা । প্রায় পুরুষদের কাছাকাছি মহিলা ভোটার রয়েছেন । সেই লক্ষ্যৈই সংগঠনকে মজবুত করতে মাঠে নেমে পরেছেন কংগ্রেসের মহিলা সংগঠনের নেতৃ রেশমি বিবি ।
আজ বৃহস্প্রতিবার রঘুনাথগঞ্জ 2নং ব্লক মহিলা কংগ্রেস কমিটির উদ্যোগে জোত কমল বিশ্বাস লজে শুরু হতে চলছে মহিলা কংগ্রেসের সম্মেলন । এই সম্মেলনে বৈকাল 4টায় উপস্থিত হবেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী ।
এই সম্মেলন কে কেন্দ্র করে জোড়কদমে শুরু হয়েছে প্রস্তুতি । জঙ্গীপুর ব্রীজ থেকে শুরু করে জোতকমল পর্যন্ত রাস্তার দুইধারে ফ্লাগ,ফেস্টুন, হোডিং দিয়ে মুরে ফেলা হয়েছে । সম্মেলনে উপস্থিত থাকবেন সাগরদীঘির বিধায়ক বাইরন বিশ্বাস এমটাই জানান টাউন কংগ্রেস নেতৃত্ব মোহন মাহাতো ।