অবতক খবর,৮ নভেম্বরঃ ষাঁড়ের হামলায় গুরুতর আহত এক ৭০ বছর বয়সী মহিলা মঙ্গলবার ইসলামপুর হাসপাতালে মারা যান। মৃত মহিলার নাম তুন্ডিলা দাস। তিনি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের নেতাজি পল্লীতে বসবাস করেন। মৃতের আত্মীয় প্রশান্ত দাস জানান, সোমবার তার মাসি বাড়ির দরজা খোলেন ঠিক সে সময় সময় রাস্তাঘাটে ঘুরে বেড়ানো একটি ষাঁড় সিংহ দিয়ে তার মাসিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এতে উনি অজ্ঞান হয়ে যান ।

গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা ইসলামপুর হাসপাতালে ভর্তি করান । ইসলামপুর হাসপাতালের চিকিৎসকরা দুই দিন লাগাতার উনাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করলেও অবশেষে মঙ্গলবার তিনি মারা যান। প্রশান্ত দাস আরো বলেন এর আগেও ওই ষাঁড়ের হামলায় আরও দুইজন আহত হয়েছে এবং শহরে এই ষাঁড়ের ঘোরাফেরা বন্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবি জানান যাতে আরো কোন দুর্ঘটনা না ঘটে।