অবতক খবর,১২ ডিসেম্বর,জ্যোতির্ময় মন্ডল ,পূর্ব বর্ধমান:শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত পাকু হাজরা মন্তেশ্বর ব্লকের শুশুনিয়া পঞ্চায়েতের কুলি গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে প্রতিবেশী এক মহিলা ফাঁকা বাড়ির ঘরের মধ্যে একা শুয়েছিল , সেই সময় ধৃত ব্যক্তি ওই মহিলার ঘরে ঢুকে ওই মহিলার সাথে অশালীন আচরণ করে, সেই সময় ওই মহিলা চিৎকার চেঁচামেচিতে পাড়ার লোকজন আসার আগেই ধৃত ব্যক্তি পালিয়ে যায়।

পালিয়ে যাওয়ার সময় ধৃত ব্যক্তি বলে কাউকে জানালে মেরে ফেলবো বলে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে পাকুর বিরুদ্ধে। ঘটনায় মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ জানান প্রতিবেশী ওই মহিলা। পুলিশ জানাই অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ।