অবতক খবর,১৪ মে,নববারাকপুর : প্রখর গরমের দাবদাহ উপেক্ষা করে নববারাকপুর মধ্যমগ্রাম শ্রী গুরু সঙ্ঘের আঞ্চলিক শাখা সঙ্ঘ আয়োজিত মঙ্গলবার জলসত্র শিবির প্রায় সাতশ কেজি দই লস্যি বিলি করা হয় নববারাকপুর ১ ও ২ নং প্লাটফর্মে পথচলতি সাধারণ মানুষ সহ নিত্য যাত্রীদের।বৈশাখ মাসের শেষ দিনে জলসত্র শিবিরে হাজার হাজার নিত্য যাত্রী রা সুস্বাদু দই লস্যি সেবন করে।
শ্রী গুরু সংঘের পক্ষে বিকাশ বোস জানান পরিব্রাজক চার্যবর শ্রী শ্রী মদ দূর্গাপ্রসন্ন পরমহংসদেব প্রতিষ্ঠিত শ্রী গুরু সঙ্ঘ নববারাকপুর মধ্যমগ্রাম আঞ্চলিক শাখা সঙ্ঘে ভক্তরা এক মাস ব্যাপী আয়োজন করে জলসত্র শিবির। শুরু হয় জল বাতাসা দিয়ে।
বৈশাখ মাসে শেষ দিনে গরমে তৃষ্ণা নিবারণে তৃপ্তি পেতে ৬০ কেজি আমুল দুধ ও ৭৫ কেজি মহিষের দুধ চিনি মিশ্রিত করে প্রায় সাতশ কেজি দই লস্যি বিলি করা হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত।তিরিশ টা বড় গামলা করে দুধ লস্যি বিলি ঘিরে স্টেশন চত্বরে সাধারণ মানুষের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।