অবতক খবর,১ মার্চ:  শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৯০ তম জন্মোৎসব উপলক্ষে শনিবার সকালে লেনিনগড় খালপাড় থেকে মুড়াগাছা সারদানগর গোঁপেশ্বর বাটি মাতৃ মন্দির প্রাঙ্গণে পর্যন্ত এক বর্ণময় বর্ণাঢ্য সুসজ্জিত শোভাযাত্রা প্রভাতী আলোড়ন ফেলে দেয়। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রতিচ্ছবি সহ লেনিনগড় বিশ্ব মানব সেবা স্কাউড এন্ড গাইড সংগঠনের সদস্যরা ও ভক্ত মন্ডলী শোভাযাত্রা অংশগ্রহণ করে।

সকাল থেকে ছিল মঙ্গলারতি, শ্রী শ্রী চন্ডীপাঠ, শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা দেবী ও স্বামীজির প্রতিকৃতি সহ নগর পরিক্রমা। মূলমঞ্চে প্রদীপ প্রজ্বলন পুষ্পার্ঘ্য অর্পণ। দ্বাদশ কন্ঠে গীতা ও কথামৃত পাঠ। দুদিন ধরে নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা।