অবতক খবর,২০ ডিসেম্বর: শ্রীরামপুর হেরিটেজ আন্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে সেন্ট ওলাভ চার্জ শ্রীরামপুরে। শুধুমাত্র শ্রীরামপুর নয় গোটা রাজ্যজুড়ে মোট ১৪ টি চার্চের ক্রিসমাস ফেস্টিভাল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
১৯শে ডিসেম্বর থেকে ২রা জানুয়ারি পর্যন্ত চলবে এই ক্রিসমাস ফেস্টিবেল, গোটা শ্রীরামপুর শহর সেজে উঠেছে আলোর মেলায় এ যেন অন্য শ্রীরামপুর , গোটা রাজ্যের সকল ক্রিসমাস ফেস্টিভ্যাল কে টক্কর দেবে এই এই শ্রীরামপুরের লাইটিং, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, বিধায়ক অরিন্দম গুঁইন, বিধায়ক সুদীপ্ত রায়, শ্রীরামপুর পৌরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা , হুগলি জেলার এসপি, পুলিশ কমিশনার, হুগলির ডিএম, এসবিও থেকে শুরু করে সকল উচ্চ পদস্থ আধিকারিকরা ।