অবতক খবর,১৪ জানুয়ারি: শ্রমিক-মালিক কাজিয়ার জেরে বন্ধ হয়ে গেল জগদ্দলের জে জে আই জুটমিল। কর্মহীন হয়ে গেলেন স্থায়ী-অস্থায়ী মিলিয়ে চার হাজার জন শ্রমিক। জানা গিয়েছে, গত দুদিন ধরে স্থায়ীকরনের জন্য আন্দোলন করছেন উইন্ডিং বিভাগের শতাধিক অস্থায়ী কর্মী।

শুক্রবার সকালে আন্দোলনকারী শ্রমিকরা মিলের ভেতরে ভাঙচুর চালায় বলে অভিযোগ। এই ঘটনায় ক্ষুব্ধ মিল কর্তৃপক্ষ এদিন সকাল এগারোটা থেকে মিল বন্ধ করে দেয়। ভাঙচুর চালানোর অভিযোগে পুলিশ চারজনকে আটক করেছে। মিল বন্ধে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে গেট চত্বরে।

উত্তেজনা থাকায় মিলের গেটে মোতায়ন ভাটপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে এসে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, বহু বছর ধরে পি এফ, ই এস আই নেই অনেক শ্রমিকের। তাই শ্রমিকরা পি এফ ও ই এস আই সুবিধা পাওয়ার জন্য আন্দোলন করছিল। মিল কর্তৃপক্ষ হামলার মিথ্যা অজুহাত দিয়ে মিল বন্ধ করে দিয়েছে। মিল চালুর চেষ্টা চলছে।