অবতক খবর,১৩ ফেব্রুয়ারি: শ্রমিক কৃষক খেতমজুরদের পক্ষ থেকে জরুরী ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে জেলাশাসকের দপ্তর অভিযান করে। আইন অমান্য ও জেলভরো আন্দোলনে সামিল হয় সিপিএমের সমস্ত শরীক দল। মহম্মদ সেলিমের নেতৃত্বে এই মিছিলের আয়োজন করা হয়। বহরমপুরের পঞ্চাননতলা থেকে মিছিল শুরু হয়ে টেক্সটাইল মোড়ে এসে শেষ হয়। তিনি ছিলে বাধা দেয় বহরমপুর পুলিশ প্রশাসন। পুরো এলাকা বাদ দিয়ে ঘিরে ফেলা হয় এবং সেখান থেকে সিপিএম কর্মী সমর্থকদের এগিয়ে যেতে দেয় না। মিছিল রুখতে রীতিমতো শুরু হয় সিপিএম সমর্থকদের সাথে পুলিশের ধসাধস্তি। লাঠিচার্জ করে পুলিশ তাকে অনেকে আঘাতপ্রাপ্ত হয়। ছোড়া হয়ে কাদানে গ্যাস মিছিল বাঞ্চাল করতে।