অবতক খবর,১ মার্চ: শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে গেল জগদ্দলের আঙলো ইন্ডিয়া জুটমিল। অভিযোগ, তাঁত ঘরের শ্রমিকদের অন্য বিভাগে স্থানান্তরিত করছে মিল কর্তৃপক্ষ। তাঁরই প্রতিবাদে শুক্রবার সকাল থেকে তাঁত ঘরের শ্রমিকরা কাজ বন্ধ রেখে আন্দোলনে সামিল হয়েছেন। শ্রমিকদের দাবি, তারা ১০-১২ বছর ধরে যেখানে কাজ করছেন। সেখানেই তারা কাজ করছেন। কিন্তু তাদের দাবি মিল কর্তৃপক্ষ না মানলে আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি দিলেন তাঁত ঘরের শ্রমিকরা।

শ্রমিকদের বিক্ষোভ ঘিরে মিল গেটে তীব্র উত্তেজনা ছড়ায়। পরিস্থিতির সামাল দিতে মিলের গেটে রাফ-সহ বিশাল পুলিশ মোতায়ন করা হয়েছে।তবে মিল শ্রমিকরা গোটা বিষয়টি নিয়ে ব্যারাকপুরে সংসদ অর্জুন সিংহের দ্বারস্থ হয়েছিলেন। নিজের বাস ভবনে শ্রমিকদের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি।

সাংসদ জানান, মিল কর্তৃপক্ষ সাথে কথা বলেছি। শ্রমিকদের দাবি-দাওয়া ও মিল কর্তৃপক্ষ দাবী দেওয়া নিয়ে আলোচনা করা হবে। আশা করি সমস্যার সমাধান দ্রুত হবে।