অবতক খবর,১ জানুয়ারি: আন্তর্জাতিক স্তরে ক্যারাটের পাশাপাশি নানচাকুকে এইরাজ্যে জনপ্রিয় করতে শিহান দীপঙ্কর দে ও নানচাকু এ্যাসোশিয়েশন অফ ইন্ডিয়া স্বীকৃত নানচাকু এ্যাসোশিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল এর উদ্যোগে, শুরু হলো নানচাকু প্রশিক্ষণ।এছাড়াও এই খেলায় নেওয়া হবে পরীক্ষা।
তাছাড়াও থাকছে রাজ্য ও জাতীয় স্তরে খেলার সুযোগ।রবিবার শ্যামনগর বাসুদেবপুর তরুণ সংঘ ক্লাব প্রাঙ্গণে আয়োজিত ক্যারাটে শিক্ষানবীশদের পরীক্ষা চলাকালীন জানালেন নানচাকু এ্যাসোশিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল এর সাধারন সম্পাদক শিহান দীপঙ্কর দে।