অবতক খবর,১৪ সেপ্টেম্বর: পিতৃ পক্ষের অবসান ঘটিয়ে আজ দেবীপক্ষের সূচনা হলো। আজ মহালয়া।সকাল থেকেই পূর্বপুরুষকে স্মরণ করে রাজ্যের বিভিন্ন গঙ্গার ঘাটে চলছে তর্পণ। বিধানসভার অন্তর্গত শ্যামনাগর নানা বাবা গঙ্গা ঘাটে সকাল থেকেই তর্পন করার জন্য ভিড় জমিয়েছেন বহু মানুষ। গঙ্গায় স্নান করে পূর্বপুরুষকে স্মরণ করছেন প্রত্যেকেই। শ্যামনগর নানাবাবা ঘাটে তর্পণকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে জগদ্দল থানার পুলিশ।

এমনকি গঙ্গায় নৌকা করে তদারকি করতে দেখা গেলো জগদ্দল থানার আইসি প্রদীপ কুমার দান ও অন্যান্য পুলিশ আধিকারিকদের। শুধু তাই নয় ভাটপাড়া পৌরসভার তরফ থেকেও মাইকিং করে নানান সতর্কতামূলক প্রচার চালানো হচ্ছে।