অবতক খবর,১৬ ডিসেম্বর: শ্যামনগর ওয়েভারলি জুট মিলের শ্রমিক রবি কুমার প্রসাদ হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। কাজ থেকে বসিয়ে দেওয়ার জন্য মানসিক অবসাদে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ।
শ্রমিকদের আরও অভিযোগ যে, বিগত ছয় দিন ধরে প্রায় ষাঠ জন শ্রমিককে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে কনট্রাকচুয়াল হিসেবে কাজ করার জন্য বলা হচ্ছে। এর ফলে কাজ না পেয়ে এই জুট মিলের ফিনিশিং ডিপার্টমেন্টের শ্রমিক বছর ৩৪ এর রবি কুমার প্রসাদ মৃত্যু হয়।