অবতক খবর,১৮ সেপ্টেম্বরঃ শ্যামনগর অন্নপূর্ণা কটন মিলের সামনে বিক্ষোভ কারখানা শ্রমিকদের।
দীর্ঘ দেড় মাস ধরে বন্ধ রয়েছে শ্যামনগরের অন্নপূর্ণা কটন মিল সোমবার বিশ্বকর্মা পুজোর দিন সেই মিলের সামনেই বিক্ষোভ দেখালেন কারখানায় কর্মরত শ্রমিকেরা তাদের দাবি সামনেই দুর্গাপুজো, আর্থিক অনশনে ভুগছেন শ্রমিক পরিবারেরা দুর্গাপুজোর আগে মিল খোলার দাবিতে তাদের এই বিক্ষোভ।