অবতক খবর,২ জানুয়ারি: রাজ্যে বেকার যুবক যুবতীদের সংখ্যা হু হু করে বাড়ছে। বেকারত্ব ঘোচাতে শ্যামনগরের ব্যানার্জি পাড়ায় অবস্থিত এমএইচ একাডেমী বৃহস্পতিবার একদিনের জন্য শ্যামনগরে বইমেলার প্রাঙ্গণে চাকরি মেলার আয়োজন করলো। বহু দূর দুরান্ত থেকে শিক্ষিত যুবক যুবতীরা এসে সরাসরি এম এইচ একাডেমির তত্ত্বাবধানে হওয়া উপস্থিত বিভিন্ন বেসরকারি ব্যাংক সহ আইটি সেক্টরে চাকরিপ্রার্থীদের নিজেদের যোগ্যতানুসারে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি পেতে হাজির হয়।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমএইচ একাডেমীর ফাউন্ডার হিমাদ্রি শেখর মুখার্জি জানান আজ এই চাকরি মেলায় সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে চাকরি পাবেন তাদের যোগ্যতানুসারে। তার পাশাপাশি তিনি আরো জানান যেসব চাকরি প্রার্থীরা আজ এই চাকরি মেলায় আসতে পারেন নি তারা শ্যামনগরের ব্যানার্জি পাড়ার সীতানাথ পাঠশালার বিপরীতে এমএইচ একাডেমির কার্যালয়ে এসে যোগাযোগ করলে যোগ্যতা অনুসারে প্লেসমেন্ট করে দেবার ব্যবস্থা করবেন । আজ শতাধিক চাকরিপ্রার্থীরা ইন্টারভিউ দিয়েছেন তার মধ্যে ১৩ জন চাকরি পেয়েছেন বাদবাকি চাকরিপ্রার্থীদের পরবর্তী ইন্টারভিউ এর রাউন্ডে পাঠানো হয়েছে।