অবতক খবর,২৬ ডিসেম্বর: শীতের মরশুমে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে নানান উৎসব। আগামী ১৭ ই জানুয়ারী থেকে শ্যামনগর অন্নপূনা কটনমিলের মাঠে শুরু হতে চলেছে জগদ্দল উৎসব। আজ কাকিনারার নারায়নপুর ইউনাইটেড মাঠে সাংবাদিক বৈঠক করে জগদ্দল উৎসব কমিটি।

উপস্থিত ছিলেন কমিটির চেয়ারম্যান দীপক লাহিড়ী, সভাপতি সোমনাথ শ্যাম ও উৎসব কমিটির অন্যান্য পদ অধিকারীরা। উৎসব কমিটির সভাপতি সোমনাথ শ্যাম বলেন, প্রতিবছর ন্যায় এ বছরও জগদ্দল এর প্রাণের উৎসব জগদ্দল উৎসব আয়োজন করা হয়েছে ১৭ ই জানুয়ারি থেকে। সেখানে উপস্থিত হবেন বিভিন্ন নামকরা শিল্পীরা।এছাড়াও নানান সাংস্কৃতিক অনুষ্ঠানও এই বলে সোজা আয়োজন করা হয়েছে।