অবতক খবর,১২ সেপ্টেম্বরঃ শ্যামনগরে অজ্ঞাত একটি ছেলেকে সাইকেলে চিল পাখি নিয়ে এলাকায় ঘুরতে দেখা যায়। তখন এই বিষয়টি চোখে পড়ে যায়, শ্যামনগরের ক্যারাটে প্রশিক্ষক শিক্ষক দীপঙ্কর মহাশয়ের চোখে ,তখন আর তিনি মুহূর্তের মধ্যে দেরি না করে রেসকিউ টিমকে খবর দেন তারপরেই রেস্কিউ টিমের কর্ণধার প্রতাপ বাবু এসে সেই চিল পাখিটিকে উদ্ধার করে এবং পাশের একটি জঙ্গলে ছেড়ে দেয়।

কিন্তু পাখিটির শারীরিক অবস্থা ভালো না থাকায় পুনরায় সেই চিলটিকে ব্যারাকপুরের বনদপ্তরে নিয়ে যাওয়া হয়। প্রতাপ বাবুর বক্তব্য বন্যপ্রাণীদের বারবার মানা করা সত্বেও অনেকেই বাড়িতে পুষছেন কিন্তু এটি একটি অপরাধ।