অবতক খবর,৫ সেপ্টেম্বরঃ শ্যামনগরের এক্সাইড ব্যাটারি কারখানার ভিতরেই সাময়িক উত্তেজনার জেরে ফ্যাক্টারি গেটে মোতায়েন করা হলো পুলিশ বাহিনী। দীর্ঘ বেশ কয়েকদিন ধরেই ব্যাটারি ফ্যাক্টরির দুটি ইউনিয়নের মধ্যে রেষারেষি চরম পর্যায় পৌঁছেছে। জানা গেছে ফ্যাক্টরির মধ্যে থাকা এক্সাইড পার্মানেন্ট মজদুর মোচা ইউনিয়নের একটি অফিস ঘর সরিয়ে নিতে বলে জগদ্দল থানার পুলিশ। যদিও শ্রমিকদের একাংশের দাবি, কারখানা কর্তৃপক্ষ নিজেরা অফিসঘর নিয়ে আপত্তি না জানালেও পুলিশকে দিয়ে অফিস পুলিশ দিতে বাধ্য করছে।

পুলিশের সাথে পার্মানেন্ট মজদুর মোর্চার শ্রমিকদের সাময়িক অশান্তি খবর পেয়েই ফ্যাক্টরি গেটে জোড়ো হন অন্য শ্রমিকরাও। গোটা বিষয় নিয়ে ইউনিয়নের সেক্রেটারি সঞ্জয় সিং বলেন, পুলিশ অনৈতিক কাজ করছে। ন্যায্য বিচারের জন্য দরকার পড়লে আমরা হাইকোর্টের দ্বারস্থ হবো।