অবতক খবর,২৪ আগস্ট,বাঁকুড়া:- শ্যামকাণ্ডে নয়া মোড়! প্রাক্তন মন্ত্রীর নামে প্রচুর সম্পত্তির হদিশ! সিজ করা হতে পারে তাঁর এবং তাঁর পরিবারের একাউন্ট!

বিষ্ণুপুরের টেন্ডার দুর্নীতি কান্ডে নয়া মোড়। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিষ্ণুপুরের প্রাক্তন পৌর প্রশাসক শ্যামাপ্রসাদ মুখার্জীর নামে প্রচুর সম্পত্তির হদিশ। প্রাক্তন মন্ত্রী ও তার পরিবারের ব্যাংক একাউন্ট সিজ করতে উদ্যোগী তদন্তকারী পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ব্যাংক একাউন্টের সমস্ত লেনদেন খতিয়ে দেখা হচ্ছে, জমি জায়গা সহ একাধিক যে সমস্ত সম্পত্তি কিনেছেন শ্যামাপ্রসাদ মুখার্জী।

এবার সেই সম্পত্তির লেনদেন ও অর্থের উৎস জানার চেষ্টা করছেন তদন্তকারী দল।

এ প্রসঙ্গে এও জানা গেছে যে,২০১১ ও ২০১৬ সালের নির্বাচনে প্রার্থী হলফনামায় শ্যামাপ্রসাদ মুখার্জীর দেওয়া সম্পত্তির হিসেব জানার চেষ্টা করছে তদন্তকারী দল। আর এইসব করতে তার এবং তার পরিবারের ব্যাংক একাউন্ট গুলি প্রয়োজনে সিজও করা হতে পারে পারে।