অবতক খবর,১১ সেপ্টেম্বর,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমানঃমন্তেশ্বরের মালডাঙ্গা ব্রিজ সংলগ্ন খড়ি নদীর পাড় এলাকায় শ্মশানটিতে আলোর ব্যবস্থা না থাকায় নিজের সমস্যায় পড়তো শ্মশানে দাহ করতে আসা লোকজন। উপস্থিতিতে নিজস্ব খরচায় ,বিদ্যুৎসংযোগ করিয়ে বিদ্যুতের আলো লাগানোর ব্যবস্থা করে দিলেন স্থানীয় আটাশপুর গ্রামের বাসিন্দা মালেক শেখ নামের এক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। তার এই কাজের প্রশংসা করেছেন এলাকার মানুষজন।স্থানীয়রা জানান বনজঙ্গলের মধ্যে থাকা ওই শ্মশানঘাটে যাওয়া খুবই দুষ্কর ব্যাপার ছিল।তার উপর বিদ্যুৎ সংযোগ না থাকায় ওই এলাকা সন্ধ্যা হতেই অন্ধকার নামে।রাত হলে তো কথাই নেই।এমনই এক পরিস্থিতিতে মৃতদেহ নিয়ে আসা মৃতের পরিবারের লোকজনরা অসুবিধার সম্মুখীন হত।সেই সমস্যার সমাধানে এগিয়ে আসেন মন্তেশ্বরে আঠাশপুরের মালেক শেখ।ওই এলাকায় বিদ্যুতের পোল দিয়ে বিদ্যুৎ সংযোগে তিনি ১০ হাছার টাকা খরচ করেন।শ্মশান ঘাটের যেতে প্রতিটি বিদ্যুতের পোলের মাথায় বৈদ্যুতিক বাতি লাগানো হয়,বিদ্যুৎ দপ্তরে যোগাযোগের সমস্ত ব্যবস্থা করেন মালেক সেখ,এই কাজ করার জন্য খুশি এলাকার সাধারণ মানুষ।