Aabtak Khabar,27 May,মালদা:- শোভানগরে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। পরিযায়ী শ্রমিক শেখ বুলুর পরিবারের পাশে জেলা পরিষদ সদস্য জুয়েল রহমান সিদ্দিকী।জীবন সংগ্রামে হার মেনে অকালে ঝরে যাওয়া পরিযায়ী শ্রমিক শেখ বুলুর শোকসন্তপ্ত পরিবারে নেমে এসেছে গভীর অন্ধকার। এমন এক কঠিন সময়ে আশার আলো নিয়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন মালদা জেলা পরিষদের সদস্য মহম্মদ জুয়েল রহমান সিদ্দিকী।

তাঁর ব্যক্তিগত উদ্যোগে এবং শোভানগর অঞ্চল তৃণমূল নেতৃত্বের সহযোগিতায়, আজ মৃত বুলুর স্ত্রী ও দুই শিশু সন্তানের হাতে তুলে দেওয়া হলো মানবিক সহায়তা। জেলা পরিষদের সদস্য মহম্মদ জুয়েল রহমান সিদ্দিকী মহাশয় সহ উপস্থিত ছিলেন তৃণমূল অঞ্চল প্রেসিডেন্ট উমার ফারুক, পঞ্চায়েত সমিতির সদস্য দিলদার হোসেন, উপপ্রধান মজিবুর রহমান, পঞ্চায়েত সদস্য ফিটুন আলি, পঞ্চায়েত সদস্য ইব্রাহিম খান এবং আনুয়ারুল হক।

তাঁরা সকলেই বুলুর স্ত্রী খুসবারী খাতুনের হাতে তুলে দেন দুই শিশুর জন্য নতুন জামাকাপড়, নিত্যপ্রয়োজনীয় চাল এবং মাথার উপর ছাউনি হিসেবে একটি ত্রিপল।
এই মানবিক উদ্যোগে সবচেয়ে উল্লেখযোগ্য দিকটি হলো, মহম্মদ জুয়েল রহমান সিদ্দিকী নিজে ব্যক্তিগতভাবে মৃত পরিযায়ী শ্রমিক শেখ বুলুর দুই শিশুর পড়াশোনার যাবতীয় খরচের ভার তুলে নেওয়ার অঙ্গীকার করেছেন।

তাঁর এই মহানুভবতা নিঃসন্দেহে সমাজের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। শুধু তাই নয়, সদ্য প্রয়াত শেখ বুলুর আত্মার শান্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলের জন্যও তিনি আর্থিক সহযোগিতা প্রদান করেন।

এ প্রসঙ্গে জুয়েল রহমান সিদ্দিকী জানান, রাজ্য সরকারের ‘শ্রমিক সুরক্ষা যোজনা’ থেকে মৃত বুলুর পরিবার ২ লক্ষ টাকা পাওয়ার বিষয়ে সব রকমের সহযোগিতা করবেন। এছাড়াও, কর্মক্ষেত্রে দুর্ঘটনার কারণে মৃত্যু হওয়ায় কোম্পানি থেকে যে ক্ষতিপূরণ প্রাপ্য, সেই বিষয়েও পরিবারটিকে সব রকম সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। তাঁর এই আশ্বাসবাণী শোকার্ত পরিবারটির মনে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।