শোনো মে দিন
তমাল সাহা

শোনো জংধরা করোগেটেড টিন
আজ মে দিন

শোনো মে দিন
চিমনির মাথা ভেঙে পড়ে আছে ধোঁয়াহীন
লাল পতাকা হেলে গেছে, ফ্যাকাসে বিবর্ণ মলিন

মজুর মহল্লা শুনশান
মে ডে এখন হাভাতের গান
তবুও মজুররা ভুলতে পারে না তোমায়
হাঁটতে হাঁটতে ভুখা পেটে দেহ বেঁকে যায়
তবুও পতাকা তুলে নেয় কাঁধে
রক্তে ভেজানো এ পতাকা ছাড়া
আর পতাকা কোথায়?

আশায় আশায় বেঁচে থাকে মজুর ও চাষি
রক্তে মিশে আছে লালের ভালোবাসাবাসি!