অবতক খবর,৩ জুন,নদীয়া: হাতে আর মাত্র কয়েক ঘন্টা। তারপরেই ২০২৪ এর লোকসভা ভোটের লোকসভা লোকসভা কেন্দ্রের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে।কে যাবে দিল্লির কুরসিতে তা জানা যাবে কিছু সময় অপেক্ষার পরেই। তবে গণদেবতার রায় যে ঘরে বদ্ধ করা রয়েছে অর্থাৎ স্ট্রং রুম সেখানে,শেষ মুহূর্তে নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হলো গোটা স্ট্রংরুম।
নদীয়ার কৃষ্ণনগর বি পি সি এই টি কলেজে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের ভোটের ইভিএম, ভিভি প্যাড ট্রঙরুমে নিরাপত্তার মধ্যে দিয়ে রাখা হয়েছে। তবে ভোট গণনার আগের দিন প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে স্ট্রংরুমের গোটা এলাকা জুড়ে।বসানো হয়েছে একাধিক সিসিটিভি ক্যামেরা, করা হয়েছে উঁচু বেরিকেড।
স্ট্রং রুমের কাছে উপস্থিত রয়েছেন, পুলিশের উচ্চ পদস্থ অধিকারীক থেকে শুরু করে মহকুমা শাসক এবং নির্বাচন কমিশনের উচ্চপদস্থ আধিকারিকরা।সঙ্গে চলছে সেসমুহূতের কাজ। কারা কোন দিক দিয়ে ঢুকবেন সেই কাজও সেরে ফেলে হচ্ছে দ্রুত। যদিও এই প্রসঙ্গে জেলা শাসক এস অরুন প্রসাদ সাংবাদিকদের উদ্দেশে বেশ কিছু নিয়ম জানিয়েছেন।