অবতক খবর,১৬ ডিসেম্বর: উত্তপ্ত বাংলাদেশ। এই পরিস্থিতিতে বিজয় দিবস উদযাপনে কলকাতায় বাংলাদেশের প্রতিনিধি দল আসবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত রবিবার কলকাতায় পৌঁছায় বাংলাদেশের ৯ সদস্যের প্রতিনিধি দল।

বাংলাদেশের ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ আনিনুর রহমানের নেতৃত্বে ওই প্রতিনিধি দলে রয়েছেন মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিজনরা। ভারতীয় সেনার ইস্টার্ন কম্যান্ডের তরফে তাঁদের স্বাগত জানানো হয়। তবে ভারতীয় সোনার তরফ থেকে একটি বিজ্ঞপ্তি চালু করে পরিষ্কার জানিয়ে দেয়া হয়েছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কোনরকম প্রশ্ন তাদের করতে পারবে না বাংলার সংবাদ মাধ্যম।

প্রতি বছর কলকাতায় ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন হয়। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুক্তে বড় অবদান ছিল ভারতীয় সেনার। ওই বছরের ১৬ ডিসেম্বর ভারতীয় সেনা ও বাংলাদেশের মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানের ৯৩ হাজার সেনা। দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করা হয়। কলকাতায় বিজয় দিবসে প্রতিনিধি পাঠাতে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কোনও প্রতিনিধি দল আসবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। কূটনৈতিক মহলের মতে, আন্তর্জাতিক স্তরে প্রবল চাপ এবং বিদেশ সচিব পর্যায়ে বৈঠকের পর ইউনূস প্রশাসন প্রতিনিধি দল পাঠাতে বাধ্য হয়েছে।