অবতক খবর,১১ মে: শেষ দিনের নির্বাচনী প্রচারের রোড শো এ কংগ্রেস ও বিজেপি প্রার্থী মুখোমুখি সৌজন্য বিনিময় বহরমপুরে। শনিবার সকালে বহরমপুর লোকসভার কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী নির্বাচনী রোড শো শুরু করেন বহরমপুরের জেলা কংগ্রেস কার্যালয় থেকে। উল্টোদিকে বিজেপি প্রার্থী নির্মল সাহা নির্বাচনী প্রচারে রোড শো শুরু করেন বহরমপুরে কুঞ্জঘঘাটা এলাকা থেকে।
বহরমপুর শহরের লালদীঘির ধারে দুই প্রার্থীর মুখোমুখি সৌজন্য বিনিময় হয়। বিজেপি প্রার্থী নির্মল কুমার সাহা অধীর চৌধুরীকে দেখে হাত জোড় করেন এবং ফুল ছুড়ে দেন তার দিকে উল্টো দিকে অধীর চৌধুরী রাজ্য করে সৌজন্য বিনিময় করেন গাড়ি থেকেই।