অবতক খবর,১ মে: বেনিয়া পুকুরে বাবার হাতে ছেলে খুন। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে গতকাল রাতে বাবার সঙ্গে ছেলের অশান্তি হয় তারপরেই ছেলেকে কুপিয়ে খুন করে বাবা।
ছেলে মাদকাসক্ত এই সন্দেহে প্রায় সময় বাবার সঙ্গে ছেলের ঝামেলা হতো। কত কাল রাতে ঝামেলা হয় এবং তখনই বাবা ছেলেকে কুপিয়ে খুন করে এবং তারপরে চিত্তরঞ্জন হাসপাতালের নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতের নাম রোশন থাপা ।
বাবার নাম রমেশ থাপা। ঘটনার পর থেকে পলাতক বাবা ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করছে বেনিওপুকুর থানার পুলিশ।