অবতক খবর,১৩ মার্চ : বহুদিন বাদে বঙ্গ-রাজনীতিতে ফের ভেসে উঠলেন মুকুল রায়। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুকুল রায় বিজেপিতেই আছেন, এমনই জানিয়েছিলেন স্পিকার। স্পিকারের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টে মামলা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এ বিষয়ে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন শুভেন্দু অধিকারীর আইনজীবী। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলাটি সিঙ্গল বেঞ্চে পাঠায়। প্রধান বিচারপতি জানান, সিঙ্গল বেঞ্চ থেকে মামলাটি ‘রিলিজ’ হওয়ার পর ডিভিশন বেঞ্চ শুনবে। তারপর থেকে আদালতের উপরই আস্থা রাখলেন শুভেন্দু অধিকারী।