অবতক খবর,৪ মার্চ : সন্দেশখালি দুই নম্বর ব্লকের অন্তর্গত বেড়মজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজী সিদ্দিক মোল্লার একাধিক দুর্নীতির অভিযোগ সামনে নিয়ে এলো তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য। এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা বিভিন্ন প্রশাসনিক দপ্তরে ওই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করার পর সেই দুর্নীতি সংক্রান্ত বিষয় নিয়ে তদন্ত করতে আসেন ও গ্রাম পঞ্চায়েত অফিসে একটি বৈঠক করতে আসেন।
সেই বৈঠক চলাকালীন প্রধান হাজী সিদ্দিক মোল্লা, প্রশাসনিক কর্তাদেরকে উদ্দেশ্য করে নানা রকম কুরুচিকর মন্তব্য করে এবং তাদের হাত-পা কেটে নেওয়ার হুমকি দেয়। এই ঘটনার পর এক প্রশাসনিক কর্তা ইতিমধ্যে ওই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সন্দেশখালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনার পর সন্ধ্যা বেলায় ওই পঞ্চায়েত প্রধান হাজী সিদ্দিকী মোল্লাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে তার দাবিতে এলাকার পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে সাধারণ মানুষেরা বিক্ষোভ দেখান।
তৃণমূলের পঞ্চায়েত সদস্য বলেন একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে ওই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সেই ব্যাপারে আমরা সমস্ত পঞ্চায়েত সদস্যরা মিলে স্বরূপ হয়েছিলাম এবং অভিযোগ জানিয়েছিলাম উদ্বোধন কর্তৃপক্ষর কাছে সেই ব্যাপারে প্রধান আমাদেরকে বলেন শেখ শাহাজান আর কয়েকদিন পর জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি আসছে। তারপর দেখে নেওয়া হবে। এবং কুরুল দিয়ে কেটে টুকরো টুকরো করে দেওয়া হবে বলে তিনি হুমকি দিয়েছেন আমরা পঞ্চায়েত সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি, অবিলম্বে প্রধানকে গ্রেফতার করা হোক তা না হলে আমাদের প্রাণের সংশয় হতে পারে।
এখন প্রশ্ন হচ্ছে” তৃণমূলের পঞ্চায়েত প্রধান’ তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের কেটে টুকরো টুকরো করার হুমকি দিয়েছেন” প্রশাসন কি প্রধানকে গ্রেফতার করবে, প্রধানকে উপযুক্ত শাস্তি পাবে? পঞ্চায়েত প্রধান হাজী সিদ্দিকী মোল্লা বলেন, পুরোটাই আমার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। শেখ শাহাজানের নাম করে হুমকি দেয়ার ব্যাপারে তিনি বলেন, এটা ভিত্তিহীন কোন প্রমাণ আছে কি?