অবতক খবর,২৯ জুন: সপ্তাহের শুরুতেই খুশির মেজাজ শহরবাসীদের মধ্যে। কারণ করোনা আবহে বন্ধ ট্রেন চলাচল। কিন্তু শুরু হয়েছে বাস পরিষেবা। অন্যদিকে আজ থেকেই কাঁচরাপাড়া-ব্যারাকপুর রুটে সরকারিভাবে ৮টি বাস চলাচল শুরু হয়েছে। এদিকে আবার আজ অর্থাৎ সোমবার থেকে শুরু হল কাঁচরাপাড়া-ধর্মতলা বাস পরিষেবা। আজ সকাল ৭টা ৩০ মিনিটে থানার মোড় থেকে প্রথম যাত্রা শুরু করে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাস। এই বাস পরিষেবা চালু হওয়ায় শুধু এই অঞ্চলেরই নয়,পার্শ্ববর্তী অঞ্চলের বহু মানুষ উপকৃত হবেন বলে আশা করছেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা।

বাস কর্তৃপক্ষ জানান,প্রতিদিন ৫টি করে বাস আধঘণ্টার ব্যবধানে যাত্রা করবে। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হবে প্রথম যাত্রা। ৪৬/৫৬ আসনের এই বাস কাঁচরাপাড়া থানার মোড় থেকে গান্ধী মোড় হয়ে বাগমোড় ঘোষপাড়া রোড ধরে ব্যারাকপুর চিড়িয়ামোড় এবং বিটি রোড হয়ে ধর্মতলা পৌঁছাবে। অন্যদিকে দুপুর তিনটে থেকে আধঘণ্টার ব্যবধানে ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে বাস যাত্রা করবে।

এই সংবাদে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া বইছে অফিস যাত্রী থেকে শুরু করে অন্যান্য যাত্রীদের মধ্যে।