অবতক খবর :: মুর্শিদাবাদ ::   মুর্শিদাবাদ জেলায় বহু পরিযায়ী শ্রমিক ঘরে ফিরেছে। বহরমপুর পৌরসভা প্রজেক্ট কো-অর্ডিনেটর নাড়ু গোপাল মুখার্জী জানালেন প্রথমে করোনা রোগী কম ছিল ,এই মুহূর্তে প্রায় ৮০ জন এর কাছাকাছি , সেদিকে লক্ষ্য রেখেই বহরমপুর পৌরসভা স্যানিটাইজার করার উদ্যোগ গ্রহণ করেছে।

দমকলের সহযোগিতায় বহরমপুর পৌরসভার গাড়ি প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল চারটে পর্যন্ত মোট ২৮ টি ওয়ার্ড ,১৪ টা করে ওয়ার্ড কাজ চলবে। যেহেতু বহরমপুর সদর টাউন ফলে প্রতিদিনই বহু মানুষ এই শহরে আসেন । বহরমপুর সহ বেশ কিছু এলাকা কোয়ারেন্টাইন ঘোষণা করা হয়েছে। বহরমপুর শহরের করোনা মুক্ত রাখার পৌরসভার এই উদ্যোগ।