শুভ নববর্ষ
তমাল সাহা
কত গির্জা দেখলে তুমি! কত আলোর রোশনাই পার্কস্ট্রীট জুড়ে
ভাগাড় ভাটি বস্তি ঝুপড়ি খাদান দেখলে না তুমি ঘুরে!
স্বাগত শুভ নববর্ষ!
কে বলেছে নতুন হয় না, বদল হয় না?
বদল হয় নিশ্চিত।
নেতাদের ঘরে কামাই কোটি কোটি
পাশে থাকে কাঁচা মাংসের উঁচু বুক, নারীদের রমণীয় কটি!
তোমার বদল হয় না কিছুই, কষ্টের ভ্রুকুটি
শুধু সালই বদলে যায়,
তোমার দিন যায় মাথাকুটি, কপালে আঁকা তোমার কত ফাটাফুটি!