আজ ১৫ নভেম্বর বিরসা মুন্ডার জন্মদিবস। সাঁওতাল বিদ্রোহের অন্যতম নেতা।

শুন বিরসা
তমাল সাহা

ইখনো আছে জল জমি জঙ্গলের লড়াই।
দেশ স্বাধীন হইছে তো কি?
ইখনো মুরা তুকে স্মরণ করি, ভাই!

তখন শোষক ছিল বিদেশি,
ইখন শোষক হইলো দেশি।
দেশি মাল আরো বেশি হারামি।
উরা কেইড়ে লিচ্ছে মুদের জঙ্গলের অধিকার,
লুঠ কোইরে লিচ্ছে লক্ষ লক্ষ ইকর জমি।‌

ইখনো আকাশ কালো মেইঘে ঢাকা,
সুরজ উঠে লাই, আকাশ হয় লাই ফর্সা।
আর একটা হুল তো মুদের চাই
বিরসা! রে বিরসা!
তু ইখনো মুদের ভরসা।

মুরা ধনুক লিব, টাঙ্গি লিব
মুরা জঙ্গি হব
হুররা হো! জোট বাইন্ধ
জোরসে লড়াই! লড়াই হবেক
জমি সব ছিনাই লিবেক
হুররা হো! হুররা হো!
কদম বাড়াও! দিকু ভাগাও!
হুররা হো! হুররা হো!……