লেনিনের আমন্ত্রণ পেয়েছিলেন তিনি। লেনিনের সঙ্গে আলোচনায় বসেছিলেন। সেটা ছিল কমিন্টার্নের দ্বিতীয় কংগ্রেস।
১৭ অক্টোবর ১৯২০ তাসখন্দের মাটিতে ভারতীয় বিপ্লবীদের নিয়ে গঠিত হলো কমিউনিস্ট পার্টি। নেতৃত্ব দিয়েছিলেন এম এন রায় যার প্রকৃত নাম নরেন্দ্রনাথ ভট্টাচার্য। সেই কমিউনিস্ট পার্টির সদর দপ্তর ছিল বার্লিনে। আজ ১০৪ বছর সেই কমিউনিস্ট পার্টির।

শুধু তোমাকে
তমাল সাহা

আমি আর তোমার জন্য শত শত বছরের অপেক্ষায় থাকি না।
আমি তো তোমায় খোঁজ করি প্রতিদিন।

দেখি তোমার মুখ।
তবে তেমন স্পষ্ট করে দেখতে পাই না।

তোমাকে নিয়ে অনেক কথা শুনতে ভাবতে এত ভালো লাগে যে কী বলি!
তোমাকে দেখতে ছুঁতে ইচ্ছে করে খুব
সেই আমার মনসৃজার মতো।

তোমাকে তেমনভাবে পাইনি যদিও তোমার গায়ের রং আমি চিনে গেছি
কোথায় কোথায় তুমি মিশে থাকো তাও জেনে গেছি।

তোমাকে পাই আর না পাই, সেটা এখন বড় কথা নয়—

এই হেমন্তবেলা পর্যন্ত তোমাকে ভালোবাসায় তোমার ভালোবাসায় এখনো রাতে জোছনায় ভেসে যাই
সূর্য সকালে স্নান সেরে উঠি।