অবতক খবর,৯ ফেব্রুয়ারি: শুক্রবার নৈহাটি শ্যামাসুন্দরি তলার আড়াইশো বছরের প্রাচীন কালীমন্দিরে ৪৯ তম অন্নকূট উৎসব মহা ধুমধামের সহিত পালিত হলো। অন্নকূটকে ঘিরে ভক্তদের আগমনের পাশাপাশি সারা মন্দির চত্বরটিকে ফুল দ্বারা সুসজ্জিত করে তোলো হয়েছে।আজ এই অন্নকুটে মায়ের কাছে ৮ কুইন্টালের অধিক ভোগ প্রসাদের পাশাপাশি তিন কুইন্টালের বেশি পোলাও ভোগ দেওয়া হয় ।
কথিত আছে আড়াইশো বছর আগে মায়ের ঘট ভেসে এসেছিল তাকে প্রতিষ্ঠা করেছিল রামানন্দ ব্রহ্মচারী ।সেই থেকেই মায়ের পূজা অর্চনা শুরু হতে থাকে। যতদিন যাচ্ছে মায়ের মন্দির ভক্তদের কাছে জাগ্রত হয়ে উঠছে বলে উঠে আসছে ।