অবতক খবর,৯ ডিসেম্বর: মুর্শিদাবাদ জেলার অন্যতম ঐতিহ্যবহি নিদর্শন হচ্ছে নসিপুর রাজবাড়ি, এই রাজবাড়ি প্রাঙ্গনে রয়েছে সংগ্রহ সালা যেখানে রাখা রয়েছে তৎকালীন রাজাদের ব্যবহিত জিনিস থেকে শুরু করে, রাজ সিংহাসন, অদ্ভুত আয়না, ফাঁসি মঞ্চ, এমনকি রানীর সোনার জরির সারি, এখানে এলে পর্যটকরা সংগ্রহশালা দেখার পাশাপাশি রাজ শ্রেস্থা দেখেন এবং রাজবাড়ি প্রাঙ্গনে অবস্থিত তেত্রিশ কোটি দেবদেবীর মন্দিরো দর্শন করেন, এবং রাজবাড়ির মনোরম পরিবেশে গাভাসাতে দেখা যায় পর্যটকদের। মাত্র ২০ টাকার টিকিট কাটলেই এই রাজবাড়ির অন্দরমহলে প্রবেশ করেন পর্যটকরা।
তবে এই বছর শীত পড়লেও ডিসেম্বরের শুরুতে তেমন পর্যটকের ভিড় লক্ষ করা যাচ্ছে না এখানে যার জেরে কপালে চিন্তার ভাঁজ গাইড, টোটো চালক অর্থাৎ পর্যটন ব্যবসায়ীরা জানাচ্ছেন পর্যটক কম আসার কারণে তাদের রুজি রুটিতে টান পড়েছে, যদিও তারা আশাবাদী ডিসেম্বরের শেষের দিকে পর্যটকদের ভিড় বাড়বে। যদিও অনেক পর্যটকদের মত এই রাজবাড়ি সম্পর্কে অনেকেই ওয়াকিবহাল নয় এবং এই রাজবাড়ির সংগ্রহ সালায় রাজাদের ব্যবহিত জিন্সের কোন নাম লেখে নেই। সব মিলিয়ে এখন দেখার বিষয় ডিসেম্বরের শেষ পর্যটকদের ভিড় এই রাজবাড়ীতে পড়ে কিনা।