গতকাল ছিল ২০ ডিসেম্বর। এইদিনে চলে গিয়েছিলেন কৃত্তিবাস দলের একজন কবি।
এই কবি মানুষের পাশে থাকবেন বলে নির্বাচনেও দাঁড়িয়েছিলেন— শরৎকুমার মুখোপাধ্যায়
শীতে আসে শরৎ চলে যায়
তমাল সাহা
শরৎ নামে এক কবি ছিল
এই গাঙ্গেয় তীরে।
সেই কবিও চলে গেল
শরৎ ঋতু রইলো শুধু পড়ে।
বন্ধুরা হয়তো ডেকেছিল–
তুই বড্ড দেরি করছিস
তাড়াতাড়ি চলে আয় !
শক্তি সুনীল তারাপদ
বিজয়াও এসে গেছে
আসর জমবে তুই এলে
ইন্দ্রসভায়।
তুমি লেখো সহজ-সরল
কবিতা সাজাও অক্ষরে।
পংক্তিমালা রইলো জেগে
আমাদের অন্তরে।
মানুষের পাশাপাশি কবি থাকে
অন্ধকার নামে লেবুবনে
আহত আমাদের ভ্রুবিলাস
কদিন বাদেই তো ফুটতো পলাশ!
তুমি দেখো ঘুমের বড়ির মত চাঁদ!
মৃত্যু তোমাকে নিয়ে যাবে বলে
বাড়িয়ে দিয়েছে কাঁধ!
গড়িয়াহাটের মোড়ে বাজে মেঘমল্লার
বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে তুমি ভিজে একাকার….