অবতক খবর, রাজ্ , হাওড়া :- ডোমজুড় থানার অন্তর্গত সলপ পাকুড়িয়া কালিতলা এলাকায় একটি স্টেশনারি চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল।দুষ্কৃতিরা সাটারের তালা ভেঙে চুরি করার চেষ্টা করে।
দোকানের মালিকের নজরে এলে তিনি চিৎকার করতে শুরু করেন। তার গলার আওয়াজে স্থানীয় মানুষ ছুটে আসে। এরপরই দুষ্কৃতীরা সেখান থেকে পালাতে যায়। পালানোর সময় তাদের বাইক উল্টে গেলে ,এলাকাবাসীর হাতে ধরা পড়ে যায়।
এরপর তাদেরকে গণপিটুনি দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ডোমজুড় থানার পুলিশ আসে। পুলিশের হাতে ধৃত ওই দুই জন কে তুলে দেয় এলাকাবাসী।
দোকানের তিনটি তালা ভাঙলেও দোকানের ভেতরে ঢুকতে পারে নি তারা। কিন্তু শীত পড়তেই ভোরের দিকে এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।