অবতক খবর,২ ডিসেম্বর: শীতের শুরুতেই শহর বহরমপুর জুড়ে নলেন গুড়ের পসরা নিয়ে বসেছেন গুড় বিক্রেতারা।

বর্তমানে শহর বহরমপুরে নানারকম খেজুর গুড়ের সম্ভার রয়েছে।

যা কেনার জন্য শহরবাসীর ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন।

যদিও গুড় বিক্রেতাদের মতে

আমদানি কিছুটা কম থাকলে ও চাহিদা ভালই আছে।

লালবাগ সাগরপাড়া হরিহর পাড়া ও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গা থেকে এই নলেন গুড় শহর বহরমপুরে এসে পৌঁছই।

বর্তমানে এই গুড়ের দাম ১৫০ থেকে ২০০ টাকার মধ্যে রয়েছে।

সময়ের সাথে পরিবর্তন হয়েছে সব কিছুই একজন ক্রেতা জানালেন আগেকার মতন তেমন সাধের আর গুড মেলেনা, তবুও কি শীতের শুরুতেই শহরের বাজারে নলেন গুড় কিনতে এসেছি।

বিক্রেতাদের মতে আরো শীত পড়লে গুড়ের যোগান কিছুটা বাড়লে দামটা হয়তো একটু কমবে । তখন আরো ক্রেতাদের ভিড় হবে বলেই তারা আশা প্রকাশ করছে।