অবতক খবর,৩০ অক্টোবর: শীতের রাতে বিধ্বংসী আগুনে ভস্মীভূত ২টি বাড়ি,ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান পাড়া এলাকায়, জানা যায় রবিবার রাত নয়টা নাগাদ নবাব আলি ও তার ভাইয়ের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে,নবাব আলী রাতে র খাবার খেয়ে সবে ঘুমিয়েছে আর তার ভাই বাড়ির লোকজন খাওয়া-দাওয়া করে খেতে বসেছে ।

কিন্তু হঠাৎ ঘরে দেখতে পায় দাউ দাউ করে জ্বলছে আগুন।কোন রকমেনবাব আলী ও তার পরিবারের লোকজন ঘর থেকে বের হয়ে চিৎকার চেঁচামেচি করলে গ্রামের মানুষ ছুটে এসে আগুন নেভানোর জন্য হাত লাগায়। খবর যায় ময়নাগুড়ি দমকল কেন্দ্রে , খবর পেয়ে দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর জন্য চেষ্টা চালায় কিন্তু আগুন নিয়ন্ত্রন আসার আগেই দুটি বাড়িরই সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়।

এদিকে ঘটনার খবর পেয়ে ময়নাগুড়ির দুই বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায় ও নবী উল আলম ঘটনাস্থলে এসে আগুন নেভানোর জন্য হাত লাগান এবং দুটি পরিবারের থাকার মত টিনের ঘর তৈরি ও প্রয়োজনীয় জিনিস পত্র করে দেবেন বলে ২টি পরিবারকে আশ্বাস দেন। তবে কি কারনে এই অগ্নিকাণ্ডের ঘটনা তা এখন অব্দি বুঝতে পারছেন না ক্ষতিগ্রস্ত পরিবার দুইটি।