সাজ্জাদ হোসেন আহমেদ :: অবতক খবর :: কোচবিহার :: শীতলকুচি হাসপাতালের সীমানা প্রাচীর লাগোয়া হাই ড্রেন থেকে একধরণের পচা গন্ধ ভেঁসে আসায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। গন্ধের উৎস খুঁজতে গিয়ে একটি মুখবন্ধ বস্তা এলাকাবাসীর নজরে আসে। গন্ধের উৎস খুঁজে পেলেও বস্তার কাছে যেতে কেউ সাহস না পাওয়ায় তারা থানায় খবর দেন। কিছুক্ষণ পর শীতলকুচি থানার পুলিশ ঘটনাস্থলে এসে গন্ধের কারণ এবং মুখবন্ধ বস্তার আসল রহস্য উদ্ধার করেন।
পুলিশ সূত্রে জানা যায়, দোকানের পঁচা সোয়াবিন ওই বস্তায় ভরিয়ে মুখবন্ধ করে কেউ হয়তো এই ড্রেনের পাশে ফেলে দিয়েছে। পঁচা সোয়াবিন থেকে ওই ধরনের গন্ধ ভেসে আসছে। খবর পেয়ে সেখানে ছুটে আসেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পুন্যগোবিন্দ সিংহ, ওই এলাকার পঞ্চায়েত প্রতিনিধি নরেশ চন্দ্র বর্মন। যাইহোক, বস্তার ও গন্ধের আসল উৎস খুঁজে পেয়ে সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলেন।