দু বছর আগের পুরনো একটি শীতের কবিতা

সংবাদটি ২৯ জানুয়ারি, ‘২২ কাগজের প্রথম পাতায় ছাপা হলেও এটি একটি ছোট্ট ঘটনা!

শীতকাব্য
তমাল সাহা

এক)
শীতের প্রবল আক্রমণে
আমরা এখন দেহজ আগুনে
দুজনে জড়িয়ে আছি তীব্র চুম্বনে

ওদিকে শহরে সাদা গাড়ির ভেতরে
মূক-বধির যুবতীটি ধর্ষিত হচ্ছে
গাড়িটি উঠছে কেঁপে যৌন নির্যাতনে!

দুই)
বাইপাসে ধর্ষিতা মূক-বধির তরুণী
কামার্ত উল্লাসে ভাসে শহর।
বিদ্বজ্জন গেছে কোথায়?
তৃণভোজে তারা নিরীহ প্রাণী!
কোথায় প্রতিবাদী তীব্র লহর?

আসলে এটাও ছোট্ট ঘটনা!
মন্তব্যকারী যদি ধর্ষিতা হতো
কি বলতো, এটাও গুজব বটে,
বিরোধীদের লজ্জাকর রটনা!

তুমি কি জানো না,
সাহস যখন গেছে বরবাদ
নীরব থাকাটাই ভয়ঙ্কর প্রতিবাদ?