অবতক খবর :: শিলিগুড়ি :: ৫ জুন :: করোনার দাপট ম্লান করে দিয়েছে উৎসব মুখরতাকে। বাঙালীর বারো মাসে তেরো পার্বনে এবার অনেকটাই বাধ সেধেছে বিশ্বব্যাপী করোনার প্রকোপ। তবুও নিয়ম তো পালন করতেই হয়। শিলিগুড়ির ইসকনের পক্ষ থেকেও নিয়ম রক্ষা মতোই এবারের স্নানযাত্রা পালিত হবে।
আজ বিকাল ৪.৩০ ঘটিকায় ভগবান জগন্নাথের স্নানযাত্রা উৎসব উদযাপিত হবে ইসকনের তরফে।
এই প্রসঙ্গে শিলিগুড়ি ইসকনের জনসংযোগ আধিকারিক নাম কৃষ্ণদাস মহারাজ জানান, “এই প্রথমবার সীমিত ভক্ত দ্বারা ভগবান জগন্নাথের স্নান যাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। স্নানযাত্রা উৎসবে প্রতি বার অগণিত ভক্ত উপস্থিত হতেন।
করোনার প্রভাবে কাটছাঁট করা হলো স্নান উৎসব।” বহিরাগত ভক্তদের প্রবেশ না থাকলেও সেবা পূজায় ত্রুটি থাকবে না। যথা রীতি অনুসারেই পালিত হবে স্নান উৎসব। তিনি আরও জানান,” স্নানের পরে ভগবান জগন্নাথ দেব অসুস্থ লীলা করবেন দিন ১৫ দিন ব্যাপী।”









