রেডক্রস বলছে, গাজা এখন মহেঞ্জোদারো। তুমি ইচ্ছে করলে পর্যটনে খন্ডহর ও ধ্বংসাবশেষ দেখতে যেতে পারো।
মৃত্যুর সংখ্যা চার ডিসেম্বর পর্যন্ত ছাড়িয়েছে ১৫ হাজার ২০০। এর মধ্যে ৭০% নারী ও শিশু। চিকিৎসক নিহত হয়েছেন ১৯৮ জন এবং ৭৩ জন সাংবাদিক…
আশ্চর্য! রাষ্ট্রসঙ্ঘ জানিয়েছে এরই মধ্যে মারা গিয়েছেন রাষ্ট্রসঙ্ঘেি ১১২ জন!!

শিশু ও পৃথিবী
তমাল সাহা

বৃষ্টি লেখা জোছনা মাখা কবিরা শোনো!
তোমরা চুম্বনে আছো আলিঙ্গনে থাকো
তোমরা কি দু বছরের লারিন হাসিনকে চেনো?

বেদনাবোধহীন প্রভাতী
কফি-পান
শিল্পী আলিয়া আবৌখাদ্দৌর

মাথার উপরের যুদ্ধবিমান নিচে পড়ে আছে মা-বাপের লাশ
সবুজ লুকিয়েছে, রক্তাক্ত ঘাস।

এখন জখম অসহায় হাসিন
আল আকসা মাল্টিয়ার্স হাসপাতালে আছে,
যাবে নাকি দেখতে একদিন!

দুনিয়া ঘিরেছে যুদ্ধাসুর
বলো কবি কি হবে এ শিশুর?