অবতক খবর,৮ মার্চ: শিশু ও তার পরিবারের লোকেদের দুর্ব্যবহার ও মারধরে অভিযোগ। অভিযোগ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে হাসপাতাল সিকিউরিটির বিরুদ্ধে।

এদিন আশঙ্কাজনক অবস্থায় এক রোওগীর আত্মীয়রা দেখা করতে আসলে তাদেরকে প্রথমত বাধা দেয় এবং দুর্ব্যবহার করে হাসপাতালে কর্তব্যরত সিকিউরিটিরা। এরপরে বাগবিতন্ডা শুরু হয়। এমনই অবস্থায় হঠাৎই রোগীর পরিবারের উপর চরাও হয় হাসপাতালে কর্তব্যরত সিকিউরিটি।

কোলের শিশুটিকে ছুরে ফেলার মোতো মারাত্মক অভিযোগ করছে ওই পরিবার। এই নিয়ে সমস্ত রোগীর পরিজনেরা বিরোধিতা করলে হাসপাতাল চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগেও বিভিন্ন সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে উঠে এসেছে হাসপাতালে এর কর্তব্যরত সিকিউরিটিদের দুরব্যবহারের কথা, তবে এদিন একটি শিশু এবং তার পিতাকে মারধরের জন্যে ক্ষোভ উগ্রে দিয়েছে রোগীদের আত্মীয় পরিজনেরা।