শিশুটি
গাসান কানাফানি
তোমার সমস্ত সাঁজোয়া বাহিনী
তোমার সব যুদ্ধবাজরা
তোমার সব গোলা গাড়ি
তোমার সব সৈন্যেরা
এই শিশুটির বিরুদ্ধে
শিশুটি সম্পূর্ণ একা দাঁড়িয়ে আছে
হাতে তার এক টুকরো পাথর
সমস্ত মারণাস্ত্রের বিরুদ্ধে
এক টুকরো পাথর!
আমি তার চোখের তারায়
দেখছি সূর্যের উজ্জ্বলতা
আমি তার হাসিতে দেখছি
চাঁদের জ্যোৎস্না গড়াচ্ছে
এবং আমি আশ্চর্য হয়ে যাচ্ছি
শুধু আশ্চর্য হয়ে
শিশুটির দিকে তাকিয়ে আছি
শিশুটি দুর্বল
শিশুটি শক্তিশালী
শিশুটি কী ঠিক করছে
শিশুটি কী কোনো ভুল করছে!
আসলে
আমি দেখতে পাচ্ছি
সত্যের জিভ কাটা নয়
সত্য কথা বলতে চাইছে
© ভাবানুবাদ তমাল সাহা
চিত্রশিল্পী মালাক মাতার, প্যালেস্টাইন