অবতক খবর :: শিলিগুড়ি ::     করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে রেহাই পেতে শিলিগুড়ি পুর নিগমের ৩ নং বোরো কমিটির উদ্যোগে সুভাষ পল্লী বাজারের সবজি ও মাছ বিক্রেতাদের মাস্ক বিতরণ করলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। নিজে দাড়িয়ে থেকে অনেককে মাষ্ক নিয়ে বোঝালেন যারা যারা মাষ্ক পড়ে আসেন নি তাদের মাষ্ক এবং সানিটাইজারের গুরুত্ব বোঝালেন। এদিন পর্যটনমন্ত্রী গোটা সুভাষপল্লী বাজার ঘুরে দেখেন।এবং কারা কারা দুরত্য মানছেন না সেটাও লক্ষ করেন।

এদিন পর্যটনমন্ত্রী গোটা সুভাষপল্লী বাজার ঘোরেন এবং সেখানকার মাছওয়ালা,সবজী ওয়ালা এবং ফলওয়ালাদের সাথে কথা বলেন।প্রত্যেককে সানিটাইজার ব্যাবহার করতে বলেন।পরে পর্যটনমন্ত্রী জানান করোনাকে আটকাতে আমাদের সজাগ থাকতে হবে সেকারনে সবার মুখে মাষ্ক পড়া অত্যন্ত জরুরী। শিলিগুড়ির সব বাজারের অবস্থা অত্যন্ত শোচনীয়,তিনি দোকানদারদের নির্দেশ দেন বাজার চালাতে গেলে নিয়ম মানতেই হবে।এদিন পর্যটনমন্ত্রী শুধু সাবধানতাই নয় কোন জিনিসের কত দাম তাও খোজখবর করেন বিক্রেতাদের কাজ থেকে।