অবতক খবর :: শিলিগুড়ি ::    শিলিগুড়ি পুরনিগম এলাকায় আরো বাড়লো করোনা আক্রান্তের সংখ্যা। গতকাল শিলিগুড়ি পুরনিগমে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১৪জন। গতকাল শিলিগুড়িতে মোট দুজনের মৃত্যু হয়েছে করোনায় আক্রান্ত হয়ে, তাদের মধ্যে একজন শিলিগুড়ির ১৪নং ওয়ার্ডের বাসিন্দা।

এদিকে শিলিগুড়িতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। অন্যদিকে ভাল খবর সুস্থ হয়ে বাড়িও ফিরছেন প্রচুর মানুষ। গতকাল সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন বিজেপীর জেলা সম্পাদক রাজু সাহা। গতকাল তার সুস্থ হয়ে বাড়ি ফেরার খবরে উল্লাসিত বিজেপীর সমর্থকেরা তাকে মালা দিয়ে বরন করে নেন। এদিকে সুস্থ হবার পথে অশোক ভট্টাচার্য্য এবং নুরুল ইসলাম। তারা দুজনে আগের চাইতে অনেকটাই ভাল আছেন বলে খবর পাওয়া গেছে।